ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নের নিভৃত পল্লী পোতাহাটি গ্রামে দরিদ্রের মাঝেশীত বস্ত্র উপহার দেওয়া হয়েছে।
তারুণ্যেও অগ্রযাত্রা সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সোমবার সকালে পোতাহাটি গ্রামের আব্দুল মান্নানের
ওঠানেএসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরনের সময় প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন ঝিনাইদহ জজ কোর্টের এপিপি, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নির্বাহী সদস ,দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক,এ্যাডভোকেট আলাউদ্দীন আজাদ। এসময় আরো উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, প্রভাষক সুজাউদ্দীন, সাইদুর রহমান ও রেজাউল তরফদারসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান শীতের শুরুতে তারা তাদেও নিজস্ব অর্থায়নে এসব কম্বলবিতরণ করেন। সাধুহাটি ইউনি য়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায় ক্রমে এসব কম্বলমবিতরণ করা হবে।
Bartabd24.com সব খবর সবার আগে