Breaking News

ঝিনাইদহের ব্যবসায়ী বরুণ হত্যা মামলার মূল আসামির আত্মসর্মপণ

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে চাঞ্চল্যকর হত্যা ব্যবসায়ী বরুণ কুমার ঘোষ হত্যা মামলার মূল আসামি.তন্ময় কুমার ঘোষের আত্ম সর্মপনের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ( ৬নভেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে.আত্মসর্মপণ করেন তিনি। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে
পাঠানোর নির্দেশ দেন।

তন্ময় ঘোষ ঝিনাইদহ শহরের হামদহ ঘোষ পাড়া এলা কার মৃত তিমির কুমার ঘোষের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ কোর্টপুলিশের পরিদর্শক মো. মোক্তার হোসেন।

জানা গেছে, ২০২৪ সালের ৯ জানুয়ারি সন্ধ্যার দিকে শহরের হামদহ ঘোষপাড়া থেকে বাইপাস মোড় এলাকায় যাচ্ছিলেন ব্যবসায়ী বরুণ কুমার ঘোষ।

সে সময়১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তার ওপর হামলা করে এলোপাতাড়ি কু পিয়ে এক হাত ও দুই পা বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার জেলা সদর. হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে আসামি তন্ময় ঘোষ আত্মগোপনে চলে যায়। নিহতের ভাই অরুণ কুমার.ঘোষ বলেন, ‘আ মার ভাইয়ের হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি
করছি।’

About admin

Check Also

শৈলকুপায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

 মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ) ঃ ঝিনাইদহের শৈলকূপা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত  …