Breaking News

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবন উপলক্ষে গোলটেবিল বৈঠক

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবন উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এ।অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও জল বায়ু নারী ক্লাবের আয়োজনে এবং কোস্টাল।

ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)’র সহযোগিতায় অনুষ্ঠানে।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমড়া বাড়িয়া ইউনিয়ন পরিষদের।চেয়ারম্যান মোঃ সিরাজুল করিম।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবন উপলক্ষে গোলটেবিল বৈঠকে।সভাপতিত্ব করেন কোস্টাল ডেভে।লপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)’র এরিয়া কো-আর্ডনেটর মোঃ হাবিবুর রহমান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হায়দার আলী, পরি।ষদের।প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম, আইনজীবি এ্যাড. নাসির উদ্দীন।বিশ^াস, সাংবাদিক বসির আহা ম্মেদ, ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান।শিক্ষক মোঃ মিজানুর রহমান, রামনগরের পুরোহিত সুশীল কুমার বাগদী,।আদিবাসি ফোরামের সভাপতি নীল কান্ত বিশ ^াস, নারী জলবায়ু ক্লাবের সভাপতি।ফুলমতি বেগম, সদস্য শাহনাজ পারভিন, তহমিনা খাতুন মিম, লক্ষী রানী, আশা লতারানী, ইউনিয়ন পরিষদেও হিসাব রক্ষক রফি কুল ইসলাম, ইউপি সদস্য হারুন-অর-রশিদ,(সিডিপি)’র ভোকাল পার্সন পারভীন নাহার ও মেহেদী হাসান প্রমূখ।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …