Breaking News
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 123.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা শহরের পুরাতন ডিসি কোর্ট চত্ত্বর হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় ওয়েল ফেয়ার এফোর্স,।গোল্ডেন ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন, শেল্টার সমাজ কল্যাণ সংস্থা, শোভা, ডাস সংস্থা সহ বিভিন্ন শ্রেণির মানুষের অংশ নেন।
মানবাধিকার কর্মী বাবলু কু-ুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন।ইউনিয়ন জে এফ কর্মী আসমা সুলতানা, ইমাম আব্দুল্লা আল হাবিব, উপজেলা জে এফ সভাপতি জার্নালিস্ট ময়না খাতুন, সালেহা খাতুন, ওয়েল ফেয়ার।এফোর্টস প্রতিনিধি সাবদার হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের।প্রতিনিধি শিপন ঘোষ, গোল্ডেন ওয়েল ফেয়ারের নির্বাহী পিরচালক চন্দন বসু।মুক্ত, শে ল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম, উপ-পরিচালক। রেজা-উন, কামরুজামান পিন্টু, জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ।কবীর,ডাস এর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, সাবেক খুলনা মেডিকেল।কলেজের পরিচলক ডা: মুন্সী রেজা সেকেন্দার, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার।ঝিনাইদহ জেলা শাখার সাধারন সম্পাদক হাফিজুর রহমান ও উপ জেলা শাখার সভাপতি।আহম্মেদ হোসেন প্রমুখ।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …