ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘সুস্থ শহরের জন্য স্বাস্থ্যকর মাটি’Ñ এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে।উদযাপিত হয়েছে বিশ্ব মৃত্তিকা দিবস।
রোববার সকালে সদর উপজেলার আলহাজ্ব মশিউর রহ মান ডিগ্রি কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিশ্বব্যাংকের অর্থায়নে এবং পিকেএসএফ-এর সহযো গিতায় অনুষ্ঠানটি আয়োজন করে আরআরএফ।
ইকড়া পরিবেশ ক্লাবের সভাপতি সবির হোসেনের সভাপ তিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর উপ জেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন রহ মান এবং আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্য ক্ষ মোস্তফা শাহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন এনভায় রনমেন্ট অ্যান্ড আরইসিপি কর্মকর্তা বাপ্পী অধিকারী।
অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মাটি সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
চাষী পর্যায়ে জমি চাষের আগে মাটি পরীক্ষা করে জমির গুণগত মান নির্ণয় এবং সে অনুযায়ী সার ব্যবস্থাপনার ওপর জোর দেন তারা।
আলোচনা সভার শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Bartabd24.com সব খবর সবার আগে