Breaking News

ঝিনাইদহে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত, আহত ১

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের ক্যাডেট কলেজের সামনে মোটরসাই কেল নিয়ন্ত্রণ হারিয়ে তানভির হাসান (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে অপর আরহী আকাশ (২২) আহত হয়েছে।
শনিবার (২০শে ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানভির হাসান শহরের কালিকাপুর এলাকার আবুল বাসারের ছেলে এবং আহত আকাশ হোসেন সদর উপজেলার ঘোড়শাল গ্রামের আব্দুল মজিদের ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধু আকাশ হোসেনকে সাথে নিয়ে মোটরসা ইকেলে করে ঝিনাইদহ শহর থেকে শৈলকুপার দিকে যাচ্ছিলেন তানভির।

পথিমধ্যে ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে মোটরসা ইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গতিরোধকের (স্পিড ব্রেকার) সাথে ধাক্কা খায়।

এতে তারা মোটরসাইকেল তেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যান। ঘটনাস্থলেই তানভির হাসানের মৃত্যু হয়। এ সময় অপর আরহী তার সঙ্গী আকাশ গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত আকাশকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন এবং নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেন।

ছেলের আকস্মিক মৃত্যুর খবরে তার বাবা আবুল বাসার ভেঙে পড়েছেন।  তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলেটা বন্ধুর মোটরসাইকেল নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছিল আ মার বুক খালি করে লাশ হয়ে ফিরল। মোটর সাইকেলটি ছিল অনিবন্ধিত ১৬০সিসির এনএস পালসার।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …