ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে প্রথমবারের মত চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী ব্যবস্থা ‘স্টেম সেল।থেরাপি’ চিকিৎসা পদ্ধতির বিষয়ে সে মিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের হামদহ হাবিবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
লিভেন গ্লোবাল এর সাকসেস টিমের সহযোগিতায় সেমি নারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্লিনিক মালিক সমি তির ঝিনাইদহ জেলার শাখার সাধারণমসম্পাদক জাফর ইকবাল,অনুষ্ঠান পরিচালনা করেন হাবিবা ক্লিনিক এন্ড
ডায়াগনস্টিক সেন্টারের স্বতাধিকারী জাহিদুল ইসলাম। এসময় সেমিনারে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক মোঃ হাসানুজ্জামান।
প্রসঙ্গত,স্টেম হলো অবিভাজিত জীবকোষ,যা আজীবন আরো অনেক স্টেম সেল তৈরি করতে পারে।
এই এক কোষ থেকে অনেক কোষ তৈরি হয় বিভাজন ও পৃথকীকরণ ভাবে।
১৯০৮ সালে রাশিয়ান বিজ্ঞানী আলেকজান্ডার ম্যঅক্সি মভ স্টেম সেলের ধারনা দেন। স্টেম সেল বিভিন্ন ধরনের হয়,যেমন এমব্রায়োনিক স্টেম সেল,যা মানুষের ভ্রুণে থাকে।
লিভার বিকল,টাকে চুল গজানো থেকে শুরু করে হাঁটুর ব্যথা কিংবা হৃদযন্ত্রেৃপ্রদাহÑএমন অনেক রোগেই এই থেরাপি প্রয়োগ হচ্ছে।
Bartabd24.com সব খবর সবার আগে