Breaking News

ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খান বিএনপির প্রার্থী

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ:
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী গণঅধিকার পরিষ দের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান।

বুধবার সকাল থেকে এমন সংবাদ ছড়িয়ে পড়ে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পক্ষে বিপ ক্ষে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।

বুধবার সকালে রাশেদ খান মুঠোফোনে চুড়ান্ত প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার দুপুরে আনুষ্ঠানি কভা বে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইস লাম আলমগীর।

এ আসন থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামি দুল ইসলাম হামিদ ও জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর সহধ র্মীনি মুর্শিদা জামান দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

তারা সবাই স্থানীয় রাজনীতিতে আলাদা আলাদা গ্রæপ নিয়ে কর্মসূচী পালন করতেন।

রাশেদ প্রার্থী হচ্ছেন এ সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

দুপুরে ক্ষোভ জানিয়ে বিক্ষোভ মিছিল করে সাইফুল ইসলাম ফিরোজ অনুসারিরা। তারা এ আসনের বি এনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

রাশেদ খান বলেন, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। আলোচনায় ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী প্রার্থী হওয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাই দহ-৪ এলাকায় নির্বাচনী জনসভা করবেন বলেও জানান এ গণঅধিকার পরিষদ নেতা।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …