Breaking News

ঝিনাইদহ-৪ বিএনপির প্রার্থী রাশেদ খানের বিরুদ্ধে অশালিন বক্তব্য দেওয়ায় কৃষকদল নেতাকে জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের বিএনপির মনোনীত ধা নের শীষ প্রতিকের প্রার্থী রাশেদ খানের বিরুদ্ধে অশালিন বক্তব্য দেওয়ায় উপজেলা কৃষক দলের এক নেতাকে দুই হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। তিনি হলেন জাতীয়তাবাদি কৃষক দলের কালীগঞ্জ উপজেলা শাখার আহব্বায়ক মোকছেদুল মমিন।

বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক নির্বাচনী আচরন বিধি ভঙ্গের অভিযোগে ওই জরিমানা আদায় করেন।

কৃষকদল নেতা মকছেদুল মোমিন এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

জানা যায়, গত দুইদিন আগে উপজেলার সুন্দরপুর দূর্গা পুর ইউনিয়নে জাতীয়তাবাদি কৃষক দলের ২ নং ওয়ার্ড শাখার আয়োজনে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার স্মরনে এক দোয়া মাহফি লের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের আহব্বায়ক মক সেদু ল মোমিন বিএনপি প্রার্থী রাশেদ খানকে নিয়ে অশালিন মন্তব্য করে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ায়। এ নিয়ে একটি পক্ষ বিষয়টি নির্বাচনী আচরন বিধির দ্বায়িত্বে থাকা ম্যাজিষ্ট্রেট কালীগঞ্জ

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসারকে অব হিত করেন। এ প্রেক্ষিতে তিনি ওই নেতাকে দুই হাজার টাকা জরিমানা ও আগামীতে নির্বাচনী আচরন বিধি পালনে সতর্ক করেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক বলেন, নির্বাচনী আচরন বিধি ভঙ্গের অভিযোগে মকছোদুল মোমিন নামে একজনকে জরিমানা করেছেন।

অভিযুক্ত ব্যাক্তি তার ভূল স্বীকারও করেছেন। যে কারনে সতর্ক ও জরিমানা করে বিষয়টি নিস্পত্তি করা হয়েছে।

About admin

Check Also

মহেশপুরে এক বিধবাকে স্প্রিড বোতলের মধ্যে চেতনানাশক ঔষধ খাওয়ায়ে ধর্ষণ 

শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ- গত ২৪ ডিসেম্বর ২০২৫ ইং রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর …