Breaking News

ট্রাকচাপায় কোটচাঁদপুর থানার এক পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক চাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের পাশে তালমিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আনিস সকালে মহেশপুরের ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে যাচ্ছিলেন।

পথিমধ্যে তালমিল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে
আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর।মৃত্যু হয়।

নিহত আনিস কোটচাঁদপুর থানায় ওয়ারলেস অপারেটর হিসেবেকর্মরত ছিলেন।

তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর
মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর জানান, দুর্ঘটনাটি কীভাবে।ঘটেছে তা যাচাই করা হচ্ছে।

পালিয়ে যাওয়া ট্রাক ও এর চালককে শনাক্ত করে
আইনের আওতায় আনতে অভিযান চলছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …