রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর উপজেলা ১৩ নং গড়েয়া ইউনিয়নের গ্রামে দেখা মিলছে ঐতিহ্যবাহী কৃষিকাজের দৃশ্য।
আধুনিক যন্ত্রের যুগেও একজন স্থানীয় কৃষক ঘোড়া দিয়ে হাল চাষ করে জমি প্রস্তুত করছেন। সকাল থেকেই মাঠে ঘোড়ার টগবগ শব্দ আর লাঙ্গলের খাটখাট শব্দে মুখরিত হয়ে উঠেছে চারপাশ।
কৃষক হাসিবুল ইসলাম এর ভাষ্য, বাড়তি ডিজেল খরচ ও যন্ত্রপাতির ব্যয় এড়াতে তিনি আবার পুরোনো পদ্ধতিতে ফিরেছেন। ঘোড়া দিয়ে চাষ করায় জমির মাটিও নরম ও উর্বর থাকে বলে জানান তিনি।
বর্তমানে দুটি গরুর দাম দের লক্ষ থেকে দুই লক্ষ,আমার কাছে কোন টাকা নাই সেই জন্য দুটি ঘোড়া কিনেছি বার হাজার টাকা।
স্থানীয় কৃষক মতিয়ার রহমান জানান, এখন এমন দৃশ্য খুব কম দেখা গেলেও গড়েয়া ইউনিয়ন এমন গ্রামীণ ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।
কৃষকের এই উদ্যোগ দেখে অনেকেই প্রশংসা করছেন এবং পরিবেশবান্ধব কৃষিকাজে উৎসাহিত হচ্ছেন।
গ্রামের পথচারীরাও থেমে থেমে এই দৃশ্য উপভোগ কর ছেন—এ যেন গ্রামবাংলার পুরোনো দিনের চিরচেনা ছবি।
Bartabd24.com সব খবর সবার আগে