Breaking News

ঠাকুরগাঁওয়ের জামায়াত প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় 

রহমত আরিফ ঠাকুরগাঁও: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওায়ার হোসেন।
শনিবার (১০ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্ম কর্তা ইশরাত ফারজানার কার্যালয়ে গিয়ে তিনি মৌখিক অভিযোগ করেন।
এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমিরসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে ছিলেন।
দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, বিভিন্নভাবে জামা য়াতের প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে।
পাশাপাশি বিএনপির পক্ষ থেকে প্রিজাইডিং অফি সার নিয়োগের চেষ্টার অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু ও নিরপে ক্ষ হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা অভিযোগগুলো গুরু ত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দেন বলে জা নান জা মায়াত প্রার্থী।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …