Breaking News

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র কর্মী সম্মেলন ও শ্রেষ্ঠ কর্মী সম্মাননা।

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের তথা দেশের স্বনামধন্য উন্নয় সংস্থা ইএসডিও’র মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের আওতাধীন রাণীশংকৈল জোন ও ঠাকুরগাঁও জোনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। একই সাথে জুলাই-অক্টোবর প্রান্তিকের শ্রেষ্ঠ কর্মী সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার রাতে ইএসডিও প্রধান কার্যালয়ের জয়নাল আ বেদীন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইকো –সোশ্যাল ডেভলপ মেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, বিশেষ অতিথি ছিলেন সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার।
এছাড়াও রাণীশংকৈল ও ঠাকুরগাঁও জোনের সকল উন্নয় নকর্মীসহ মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সম্মেলনে অংশ নেন।
-অনুষ্ঠানে কর্মীদের কর্মদক্ষতা, নিষ্ঠা ও অবদানের স্বীকৃ তি স্বরূপ শ্রেষ্ঠ কর্মী সম্মাননা প্রদান করা হয়।
রাণীশংকৈল ও ঠাকুরগাঁও জোনের সকল উন্নয়নকর্মী ও কর্মকর্তাদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি ছিল উৎসাহব্যঞ্জক ও উদ্দীপনামুখর।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …