Breaking News

ঠাকুরগাঁওয়ে চার দফা দাবিতে সুগার মিল শ্রমিক কর্মচারীদের কর্মসূচি

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রথমদিনের কর্মসূচি পালন করেছেন জেলা সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও চিনিকলের জামতলাতে সুগার মিলস শ্রমিক কর্মচারীর ব্যানারে শ্রমিকদের সাথে নিয়ে গেট কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য দেন, বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাকুরগাঁও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, বাংলাদেশ চিনিশিল্প শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা ও ঠাকুরগাঁও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান(রতন), বাংলাদেশ চিনিশিল্প শ্রমিক কর্মচারী ফেডারেশনের নির্বাহী সদস্য ও ঠাকুরগাঁও শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন, ঠাকুরগাঁও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ সভাপ তি লুৎফর কবির,প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক শাহ জাহান আলী সহ অন্যান্যরা।

চার দফা দাবি উল্লেখ করে এই শ্রমিক নেতারা বলেন, মৌসুমি শ্রমিক কর্মচারীদের স্থায়ীকরণ ও কানামনা শ্রমিক কর্মচারীদের স্ব স্ব পদে নিয়োগ দিতে হবে।

শ্রমিক কর্মচারীদের নূন্যতম ৭০০ টাকা হাজিরা দিতে হবে। মুজুরি কমিশন শ্রমিকদের ১৫% বিশেষ সুবিধা দিতে হবে। শুক্রবার ছুটির দিন, কাজ করলে আট ঘন্টার ওটি দিতে হবে।

এসময় বক্তরা হুশিয়ারি দিয়ে বলেন অতি দ্রুত তাদের দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলনে যাবেন তারা।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …