Breaking News

ঠাকুরগাঁওয়ে জাল দলিল সহ দালাল আটক

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁ ওয়ে র দলিল সম্পাদন করতে এসে সার্টিফাইড কপি ( ভুয়া অবি কল নকল) সহ এক দালালকে আটক করে ভ্রাম্য মাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 
বুধবার (১৪ফেব্রুয়ারি) সাব-রেজিস্ট্রার  কার্যালয়ে দলিল সম্পাদন করতে গেলে সার্টিফাইড কপি (জাল দলিল) তৈ রির কারিগর হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের আব্দুর রহিমের ছেলে মজিবুর রহমানকে কা রাদণ্ড দেওয়া হয়।
সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম  এ বিষয়ে  বলেন, আজ বিকেলে এক দলিল লেখকের মাধ্যমে দলিল সম্পাদন করতে আসেন পৌরশহরের মোকলেসুর রহমান (৮০) নামের এক জমি বিক্রেতা।
সেই বিক্রেতার মূল কাগজপত্র যাচাই-বাছাইকালে একটি দলিলের সার্টিফাইড কপিতে কর্মকর্তার স্বাক্ষর সন্দেহ হলে প্রমাণ সাপেক্ষে আটকে দেওয়া হয়।
এবং ওই বিক্রেতার কাছ থেকে সার্টিফাইড কপি সরব রাহকারীর তথ্য নিয়ে অফিসে এনে মজিবুর রহমান কে আটক করা হয়৷ পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সি কিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান এ কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, খবর পেয়ে আম রা সাব রেজিস্ট্রি অফিসে আসি।
এবং ঘটনার সত্যতা পেয়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ড দন্ডিত করা হয়েছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …