রহমত আরিফ ঠাকুরগাঁও: প্রকৃতি ও মানুষের জন্য ক্ষতিকর মিথেন,কার্বনডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড। আর ইটভাটার কালো ধোয়া থেকে উৎপন্ন হয়ে এসব রাসায়নিক পরিবেশে ছড়িয়ে পড়ছে।
যা থেকে মানবদেহে ছড়িয়ে পড়ছেন নানা বিধি রোগ। তবে ইটভাটার কালো ধোয়া ও রাসায়নিক গ্যাসের প্রভাব কমাতে প্রথমবারের মতো উত্তরের জেলা ঠাকু রগাঁওয়ে পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে পরি বেশ বান্ধব কার্বন পিউরিফিকেশন প্লান্টের।
পরিবেশের কথা বিবেচনা করে এমনি একটি আধু নিক ভাটায় নিজের ভাটারি রুপান্তর করেছেন ঠাকুর গাঁওয়ের এম.এ বিক্স-৩ ইটভাটার প্রোপাইটর আরিফু ল ইসলাম জুয়েল।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বকেশে র হাট এলাকায় অবস্থিত এম.এ বিক্স-৩ ইট ভাটায় প্রথম বারের মতো এমন উদ্যোগ নিয়েছেন তিনি।
যা থেকে সুফলও পাচ্ছেন তিনি। এদিকে মঙ্গলবার ওই ইটভাটাটি পরির্দশনে যান পরিবেশ বিশেষজ্ঞ বাং লাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান বিভাগ (ময়মনসিংহ) ডা.মুরাদ আহম্মেদ ফারুক।
তিনি বলেন, বায়ুমণ্ডলে তাপমাত্র নিয়ন্ত্রণে রাখতে কা র্বন পিউরিফিকেশন প্লান্ট প্রতিটি ইটভাটায় ব্যবহার করা উচিত।
যা ব্যবহারে পরিবেশ সুস্থ থাকবে এমনি মত বিশেষজ্ঞ দের। সিপিটি প্ল্যানের বিষয়ে এম.এ বিক্স-৩ এর প্রো পা ইটর আরিফুল ইসলাম জুয়েল জানান, আধুনিক চিমনিটি মূলত ৮টি চেম্বারে কাজ করে।
যেখানে আন্ডার গ্রাউন্ড ওয়াটার স্প্রে চ্যানের মাধ্যমে কার্ব ন মিশ্রিত কালো দূষিত পানি পরিশোধন করে ।
এত কালো ধুয়ার বদলে সাদা ও শিতল বাষ্প আকারে মিসছে বায়ু মন্ডলে। ফলে কমছে পরিবেশ দূষণ।