রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও ব্যাটা লিয়ন ৫০ বিজিবি এর টহল দল দায়িত্বপূর্ণ এলাকার বাং লাদেশ ভারত সীমান্ত মেইন পিলার ৩৮১ হতে আনু মানি ক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘উদয়পুর মাহা তবস্তি’ নামক স্থানে অভিযান পরিচালনা করে তিন জন কে আটক করা হয়েছে।
তারা হলেন ১ রেজাউল ৩২ পিতা-মৃত নুর মোহাম্মদ গ্রাম-হরিণমারি। ২ আলী হোসেন ৫০ পিতা-মৃত আব্দুল মজিদ, গ্রাম- পাড়িয়া ইউনিয়নে।
এবং ৩ হাকিম ২৪ পিতা-মৃত ছাবের আলী, গ্রাম-হরিণমা রী সকলের ঠাকুরগাঁও বালি য়াডাঙ্গী উপজেলার।
সেখানে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ ০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২ টি মো টরসাইকেলসহ তাদের আটক করে ৫০ বিজিবি ঠাকু রগাঁও।
আটককৃত আসামীদেরকে জব্দকৃত মাদকদ্রব্য, নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট ও মোটরসাইকেলসহ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে