Breaking News

ঠাকুরগাঁওয়ে সীমান্তে মোটরসাইকেল সহ ৩ মাদক কারবারি আটকেছে ৫০ বিজিবি 

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও ব্যাটা লিয়ন ৫০ বিজিবি এর টহল দল দায়িত্বপূর্ণ এলাকার বাং লাদেশ ভারত সীমান্ত মেইন পিলার ৩৮১ হতে আনু মানি ক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘উদয়পুর মাহা তবস্তি’ নামক স্থানে অভিযান পরিচালনা করে তিন জন কে আটক করা হয়েছে।
তারা হলেন ১ রেজাউল ৩২ পিতা-মৃত নুর মোহাম্মদ গ্রাম-হরিণমারি। ২ আলী হোসেন ৫০ পিতা-মৃত আব্দুল মজিদ, গ্রাম- পাড়িয়া ইউনিয়নে।
এবং ৩ হাকিম ২৪ পিতা-মৃত ছাবের আলী, গ্রাম-হরিণমা রী সকলের ঠাকুরগাঁও বালি য়াডাঙ্গী উপজেলার।
সেখানে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ ০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২ টি মো টরসাইকেলসহ তাদের আটক করে ৫০ বিজিবি ঠাকু রগাঁও।
আটককৃত আসামীদেরকে জব্দকৃত মাদকদ্রব্য, নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট ও মোটরসাইকেলসহ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …