Breaking News

ঠাকুরগাঁওয়ে সেই তালগাছ প্রেমীক ৮০বছর বয়সী, খোরশে, সম্মাননা

রহমত আরিফ ঠাকুরগাঁও: ঠাকুরগাঁয়ের তালগাছপ্রেমী খোরশেদ আলীকে সম্মান না স্মারক দিয়েছেন ঠাকুরগাঁ ওয়ের জে লা প্রশাসক। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 
বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) খোরশেদ আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ডিসি ইশরাত ফারজানা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।
ইশরাত ফারজানা বলেন, খোরশেদআলী নিজ উদ্যোগে তালগাছের বীজ রোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ছেন।
পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের ভূমিকা অনেক।
আমি মনে করি তালগাছগুলো এক সময় খোরশেদ আলী র স্মৃতি হয়ে সবার মধ্যে বেঁচে থাকবে।
চারাগুলো দেখাশোনা করতে সংশ্লিষ্ট ইউ এনওদের বলা হয়েছে।
উল্লেখ্য, খারশেদ আলী পেশায় পল্লী চিকিৎসক।
বয়স প্রায় ৮০ বছর। ঠাকুরগাঁও সদর উপ জেলার পাহা ড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা।
তিনি মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ আর এলাকাবাসীকে বজ্রপাত থেকে বিপদ মুক্ত রাখতে ১২ বছর ধরে লাগিয়ে যাচ্ছে ন তালগাছ।
এরই মধ্যে লাগিয়েছেন ১ লাখের বেশি গাছ।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …