Related Articles
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় মহাসচিবের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন। জেলা নির্বাচন কর্ম কর্তা মো. ওয়ালিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। প্রতিনিধি হিসেবে তার পরিবারের একজন ফর্ম সংগ্রহ করে নিয়ে গেছেন।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন বলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম গীরের পক্ষে আজ আমি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। তিনি আমাদের দলের জন্য দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ঠাকুরগাঁও-১ আসনে তার রাজনৈতিক প্রভাব অটুট। আম রা দৃঢ় বিশ্বাস করি ভোটাররা তার প্রতি আস্থা দেখা বেন এবং আমাদের দলের শক্তি আরও বৃদ্ধি পাবে।
Bartabd24.com সব খবর সবার আগে