Breaking News

ঠাকুরগাঁও ২ ও ৩নং আসনে এনসিপির প্রার্থী রবিউল ও সেলিম

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এন সিপি) আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
বৃহস্পতিবার ১০ ডিসেম্বর বেলা ১১টায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১২৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন দলের নেতারা।
ঘোষিত তালিকায় ঠাকুরগাঁও জেলার দুটি গুরুত্বপূর্ণ আসনেও প্রার্থী চূড়ান্ত করেছে এনসিপি।
এর মধ্যে ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়ন পেয়েছেন মো. রবিউল ইসলাম। ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়ন পেয়ে ছেন মো. গোলাম মর্তুজা সেলিম।
দলীয় নেতারা জানান, নির্বাচনে দায়িত্বশীল, উন্নয়নমুখী ও জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠায় মনোনীত প্রার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাদের প্রত্যাশা।
তারা আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের ধারাকে এগিয়ে নিতে এনসিপির প্রার্থীরা কাজ করবেন জনআস্থা ও স্বচ্ছতার ভিত্তিতে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানী য় নেতাকর্মীরা।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …