ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
ডুমুরিয়া প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভা গতকাল শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবে আসন্ন র্নিবাচন ও গঠনতন্ত্র র্পযালোচনা নিয়ে
গুরুত্বর্পূণ আলোচনা হয়।
এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং শেখ মাহ তাব হোসেনের সঞ্চালনায় প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্যদেন, সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল্লাহ, মোঃ বেলায়েত হোসেন, সাব্বির খান ডালিম,এস রফিকুল ইসলাম, আব্দুর রশিদ এলিন, জাহি দুর রহমান বিপ্লব, শেখ আব্দুল মজিদ, আব্দুর রশিদ বাচ্চু, শেখ এনামুল বাশার টিটো, শেখ সিরাজুল ইসলাম, এসএম হাবিবুর রহমান, মোঃ ইলিয়াজ হোসাইন, বাবুল সরদার, অরুন দেবনাথ, আশরাফুল আলম, সুজিত মল্লি ক, এমএ মজিদ, মোঃ জাহাঙ্গীর আলম মুকুল, খান মহিদু ল ইসলাম, খান আরিফুজ্জামান নয়ন, এফএম মনির,
এসকে বাপ্পি, গাজী সোহেল আহম্মেদ, মিঠুন মন্ডল, মোঃ ফরিদুল ইসলাম খান, সুমন ব্রহ্ম, দিপ্তীমান রায় বাপ্পি, সেলিম আবেদ, জিএম ফিরোজ ও আজহারুল ইসলাম।
সবশেষে ডুমুরিয়া প্রেসক্লাবের গঠনতন্ত্র র্পযালোচনা কমি টি গঠন করা হয়।
কমিটিতে সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জি, আব্দুল লতিফ মোড়ল, মাহাবুবুর রহমান, সুব্রত কুমার ফৌজদার ও আক্তারুজ্জামান লিটনকে রাখা হয়েছে।
আগামী এক সপ্তাহের মধ্যে গঠনতন্ত্র র্পযালোচনা ও সং স্কারর্পূবক সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্র অবহিত করতে বলা হয় এ কমিটিকে।
Bartabd24.com সব খবর সবার আগে