Breaking News

তানোরে অবৈধ সেচ পাম্পের পরিত্যক্ত বোরিংয়ে পড়ে বন্দী দু”বছরের শিশু

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে অবৈধ সেচ পাম্পের পাইপ স্থাপনের পরিত্যক্ত বোরিংয়ে (৩৩ ফিট) গর্তে পড়ে গেছে ২ বছরের এক  শিশু। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে পাঁচন্দর ইউপির কোয়েল পুর্বপাড়া  গ্রামে।
খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন। ওই শিশুটির নাম সাজিদ (২) সে একই গ্রামের রাকিব হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে পরিত্যক্ত বোরিংয়ের পাশে শুকাতে দেয়া লাড়া (ধান গাছের মুড়ি) আনতে গিয়ে শিশুটি গর্তে পড়ে যায়।
এসময় পরিবারের লোকজন গ্রামবাসীসহ তানোর ফায়ার সার্ভিস ও থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটির কান্নার শব্দ শুনে ওই গর্তে পাইপ দিয়ে অক্সিজেন সরবরাহ ও শ উদ্ধার কাজ শুরু করেন।
এ প্রতিবেদন তৈরী পর্যন্ত (রাত ৮টা) উদ্ধার কাজ চলছি ল। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও),তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) তানোর থানার অফি সার ইনচার্জ (ওসি) ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ প্রশা সনের দায়িত্বশীল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানা,কোয়েল পুর্বপাড়া গ্রামের মৃত তমির উদ্দি নের পুত্র কছির উদ্দিন মাঠে অবৈধ সেচ মটর স্থাপনের জন্য বোরিং করেন।কিন্ত্ত পানির লেয়ার না পাওয়ায় বোরিং পরিত্যক্ত করেন।
কিন্ত্ত পরিত্যক্ত বোরিং মাটি দিয়ে ভরাট না করে উন্মুক্ত অবস্থায় ফেলে রাখেন।
স্থানীয়রা অনাকাঙ্খিত এঘটনার জন্য কছির উদ্দিনকে দায়ি করেছেন।#

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …