Breaking News

তানোরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ-২০২৫ উদ্বোধন

আলিফ হোসেন,তানোরঃরাজশাহীর তানোরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে বর্নাঢ্য র‍্যালী,উপজেলা পরিষদ চত্বরে প্রাণী সম্পদ প্রদর্শনী স্টল স্থাপন ও উপ জেলা পরিষদ হলঘরে আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী এবং উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবুল আলম সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা নোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌ ধুরী এবং জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. সুমন মিঞা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, খামারি, পল্লী চিকিৎসক এবং স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন এলাকার কৃষক।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতকে টেকসই ও আধুনিক করার লক্ষ্যে সরকার নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে।

নীরোগ জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে শক্তি শালী প্রতিপাদ্যকে সামনে রেখে দুধ, ডিম ও মাংস উৎ পাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ, খামারির দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা বিষয়ে আলো চনায় গুরুত্ব দেওয়া হয়।এছাড়াও অনুষ্ঠানে তানোর উপজেলার বিভিন্ন এলাকার খামারি, কৃষক, শিক্ষার্থী ও প্রাণিসম্পদ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে তানোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন করা হবে।

এর অংশ হিসেবে খামারিদের প্রশিক্ষণ, পরাম র্শ সেবা, রোগ নির্ণয় ক্যাম্প ও সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী জানান, অংশগ্রহণকারীদের টি-সার্ট, প্যাড, কলম ও দুপুরের খাবার দেয়া হয় ।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …