Breaking News

দিল্লিতে খলিলুর রহমান-অজিত দোভাল বৈঠকে কী আলোচনা হলো

ডেস্ক নিউজ:বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপ দেষ্টা ড. খালিলুর রহমানের নেতৃত্বে কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের সপ্তম বৈঠকে অংশ নিতে দিল্লি সফররত বাংলাদেশ প্রতিনিধি দল আজ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার দলের সঙ্গে সাক্ষাৎ করেছে।’

এতে আরো বলা হয়, ‘সেখানে সিএসসির কার্যক্রম ও দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সুবিধাজনক সময়ে অজিত দোভালকে বাংলাদেশ সফ রের জন্য আমন্ত্রণ জানান খলিলুর রহমান।’

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছেন খলিলুর রহমান। ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমা নবন্দরে তাকে স্বাগত জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে দিল্লির হায়দ রাবাদ হাউসে সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দের সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

মধ্যাহ্নভোজের পর তা শেষ হবে। এদিনে বিকেলেই খলি লুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …