Breaking News

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:
ভারত সরকারের দিক থেকে আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে কর্মকর্তারা মনে করছেন।

ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কন স্যুলার সেবা ও ভিসা দেয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

হাইকমিশনের গেইটে একটি নোটিশ ঝুলিয়ে বলা হয়েছে, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এসব কার্যক্রম বন্ধ থাক বে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এর সত্যতা নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, গত কয়েকদিনে হাই কমি শনের সামনে ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও বাংলা দে শের ভিসা সেন্টারে হামলার ঘটনার পর বাংলা দেশের হাইকমিশন, উপ-দূতাবাস ও ভিসা সেন্টার গুলোতে নিরাপত্তা ইস্যু প্রকট হয়ে দাঁড়িয়েছে।

এমনকি হাইকমিশন বা দূতাবাসের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘিত হওয়ায় কর্মকর্তা দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এসব ঘটনায় ভারত সরকারের দিক থেকে আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে কর্মক র্তারা মনে করছেন।

বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীর ভারতে পালিয়ে যাওয়ার অভিযোগ ও ময়মন সিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস নামে হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে হত্যার ঘটনার পর থেকেই ভারত ও বাংলাদেশ দু’দেশেই সাধারণ জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এমন পরিস্থিতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

 

About admin

Check Also

ঝিনাইদহের সবজি বোঝায় আলম সাধুর চালক কেশবপুরে সড়ক দূঘটনায় নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ থেকে কাঁচা সবজি নিয়ে খুলনার চুকনগরের উদ্দ্যেশে যাওয়ার পথে সড়ক দূঘটনায় আলম …