Breaking News

দুম্বার মাংস বঞ্চিত মাদ্রাসার এতিম শিশুদের পাশে দাঁড়াল ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকগণ

মোহন আলী স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ার ভেড়ামারায় সৌদিআরব থেকে আসা দুম্বার মাংস বঞ্চিত মাদ্রাসার এতিম শিশুদের পাশে দাঁড়ালো ভেড়ামারা প্রেসক্লাব।

গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রেসক্লাবের এক ঝাঁক সাংবাদিক ভেড়ামারার দারু ল এহসান মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় গিয়ে শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে গরুর গোশত তুলে দেন। এসময় শিক্ষক এবং শিক্ষার্থীরা সাংবাদিকদের প্রতি সম্মান জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ৩১ অক্টোবর শুক্রবার বিকালে সৌদি আরব থেকে দুম্বার গোস্ত এলে ভেড়ামারা উপজেলা প্রশাসন ১৬ কার্টুন দুম্বার গোস্ত বরাদ্ধ পায়। যার প্রতি কার্টুনে আড়াই থেকে তিন কেজি ওজনের ১০ টি প্যাকেট ছিল।

যার আনুমানিক ওজন ছিল প্রায় প্রায় ১০ থেকে ১১ মণ। গত ৩১ অক্টোবর শুক্রবার ছুটির দিনে দুম্বার গোস্ত এলে তড়িঘড়ি করে ২-৩ ঘণ্টার মধ্যে গোস্ত ভাগাভাগি করে নেয় উপজেলা প্রশাসন।

এরমধ্যে ৩৪ টি মাদ্রাসা কে কম বেশি করে দুম্বার গোশত দিয়ে, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, উপজেলা প্রশা সনে কর্মরত অফিসারদের থাকার জায়গা ডরমেটরি, উপজেলা ও পৌরসভায় কর্মরত কর্মকর্তা, পছন্দমত ব্যক্তি, আনসার ক্যাম্প ভাগাভাগি করে নেয়। ওই সময় থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অনিয়ম’র অভিযোগ ছড়িয়ে পড়লে উপজেলা ব্যাপী ব্যাপক অসন্তোষ আর ক্ষোভের সৃষ্টি হয়। ভেড়ামারা শহরের সন্নিকটে থাকা দারুল এহ সান মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা সহ প্রায় ২০ টি এতিমখানা বঞ্চিত হয় দুম্বার মাংশ পাওয়া থেকে। ফলে ক্ষোভের সৃষ্টি হয় শিশু শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে।

এতিম শিশুদের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকরা শহরের উপকন্ঠে অবস্থিত ফারাকপুর গোরস্থান সংলগ্ন দারুল এহসান মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় গিয়ে শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে গরুর গোশত তুলে দেন।

এসময় মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম হাফেজ হারুন উপহার গুলো বুঝে নেন। তিনি জানান, মাদ্রাসার লিল্লাহ বোডিং ও এতিমখানায় ৮৫ জন ছোট ছোট কোমলমতি শিক্ষার্থী ও এতিম শিশু নিয়মিত তিন বেলা খাওয়া দাওয়া করে। এর মধ্যে ২৬ জন এতিম শিশু রয়েছে।

প্রতিবছর সৌদি আরব থেকে আসা দুম্বার গোস্ত পেলেও এ বছর তারা একটুরোও পান নি। এমন অবস্থায় ভেড়া মারার সাংবাদিকরা এতিম শিশুদের কথা বিবেচনা করে গরুর গোস্ত উপহার দেওয়ায় , আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক জনবানী প্রতিনিধি ওয়ালিউল ইসলাম ওলি, দৈনিক মানবজমিন প্রতিনিধি ও শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শাহ্ জামাল, দৈনিক সমকাল প্রতিনিধি আজিজুল হাকিম, দৈনিক কালবেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, চ্যানেল এস টেলিভিশনের মনোয়ার হোসেন মারুফ, দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্ট সাংবাদিক মোহ ন আলী, সাংবাদিক তুর্য, প্রমুখ।

সাংবাদিকবৃন্দ জানান, ভেড়ামারা সাংবাদিকরা সবসময় অন্যায়, অনাচার, অবিচার, দুর্নীতি, অনিয়ম, স্বজন প্রীতি র বিরুদ্ধে আপোষহীন।

প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক, তা প্রকাশ করতে আমা দের কোনো দ্বিধা নেই। প্রকৃত সাংবাদিকতা করতে হলে তোষামোদি থেকে বেরিয়ে আসতে হবে বলে এসময় তারা মতামত দেন।

About admin

Check Also

শৈলকুপায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

 মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ) ঃ ঝিনাইদহের শৈলকূপা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত  …