Breaking News

ধানের শীষে ভোট দিলে নারীর  ক্ষমতায়ন বৃদ্ধি করা হবে:বেগম সেলিমা রহমান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ  নারীও শিশু অধিকার ফোরামের আহবায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমি টির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান  বলেছেন ধানের শীষে ভোট দিলে নারীর ক্ষমতার বৃদ্ধি করা হবে। বগুড়ার মাটি ধানের শীষের ঘাটি।

আমাদের সৌভাগ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ভোট দিতে পারবো। এসুফল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের সুফল এবং তারে ক রহমানের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ হবে আমাদের গর্ব। তিনি বগুড়া-৩ আদমদীঘি দুপচাঁচিয়া সংসদীয় আসনে সমাজের নারীও শিশুর অদি কার প্রতি ষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার প্রতি ষ্ঠার লক্ষ্যে আদ মদিঘী উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

রোববার বিকেল সাড়ে ৩টায় উপজেলার গো-হাট মাঠে বিশাল সমাবেশে নারী ও শিশুঅধিকার ফোরামে সদস্য সচিব এ্যাডভোকেট  নিপুন রায় চৌধুরী বলেছেন আগা মীর বাংলাদেশ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ,খ্রিস্টান সহ সব জাতীর বাংলাদেশ।

নিপুন রায় চৌধুরী পরিচালনায় সমাবেশে আরোও বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পা দক সাবেক এমপি মোশারফ হো সেন, বগুড়া ৩ আদমদী ঘি-দুপচাঁচিয়া নিয়ে গঠিত সংস দীয় আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী আব্দু ল মহিত তালুকদার, বগু ড়া জেলা বিএনপির সাবেক সাধা রণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল।

সমাবেশে আরোও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএন পির উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মেয়র ফিরোজ মোঃ কামরুল হাসান,

আদমদিঘী  উপজেলা বিএনপির সহসভাপতি  সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকিন তালুকদার মুক্তা, সহসভা পতি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল, কামরুল ইসলাম  মধু, বগুড়া জেলা দুপচাঁচিয়া উপজেলা বিএন পির সাবেক সভাপতি আব্দুল হামিদ, দুপচাঁচিয়া উপজে লা যুবদলের আহ্বায়ক আফসার আলী,  বিএনপির সমা জ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, আদ মদিঘী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়ে ল রানা সহ  সহযোগী সংগঠনের নেতাকর্মী বক্তব্য রা খেন।

About admin

Check Also

পাইকগাছায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৬ মন্দির কমিটির প্রতিবাদ সভা

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধিঃ পাইকগাছার শিববাটী রাস মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত …