Breaking News

নওগাঁয় উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ তারুণ্যের উৎসব উপল ক্ষে নওগাঁয় উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়ে ছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডি টোরিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

নওগাঁ মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আমিনা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠা নে অতিরিক্ত জে লা প্রশাসক সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান, সদর উপ জেলা নি র্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ জেলা প্রেসক্লা বের সভাপতি রায়হান আলম, সফল উদ্যোক্তা কামরুন নাহারসহ প্রমুখ বক্তব্য রাখেন।

শীতের শুরুতেই পিঠা উৎসবে ভাপাপিঠা, পাটিসাপটা, তেলের পিঠা, নকশী পিঠা, ঝাল পিঠা, চিতই পিঠা,কুলি পিঠা, জামাই পিঠা, ডালের বড়া, দুধ চিতই, ভেজা চিতই,
ফুলকপি পাকোড়া, ডিম পিঠা, নকশি পিঠা, নারিকেল পুলিসহ অন্তত ৫০ প্রকারের পিঠার পরশা সাজিয়ে বসে ছিলেন উদ্যোক্তারা।

এর.পাশাপাশি আচার ও হাতে তৈরি পোশাক পণ্য প্রদর্শন করে উদ্যোক্তারা।.আয়োজকরা জানান, নওগাঁয় অনেক নারী উদ্যোক্তা রয়েছেন। যাদের কাছে.ভালো আইডিয়া রয়েছে, পাশাপাশি নিজেদের তৈরি পণ্য রয়েছে।

কিন্তু প্রচার-প্রচারণার অভাবে তারা পণ্য বিক্রি করতে পা রছে না। মূলত এইজন্য.উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব আয়োজন এর মাধ্যমে যেমন তাদের বিক্রি.বাড়বে, আবা র নতুন উদ্যোক্তাও সৃষ্টিতে ভূমিকা পালন করবে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …