মামুন পারভেজ হিরা,নওগাঁঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজা নওগাঁয় অনু ষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর আড়াইটায় শহরে নওজোয়ান মাঠে এ গা য়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মাজলিসুল মোফাচ্ছিরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান জানাজা নামাজের ইমামতি করেন।
জানাজায় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ সাধারন মানুষ অংশ নেয়। জানাজা নামাজের পূর্বে
সং ক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ-৫ (সদর) আস নের বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএ নপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকি ব, জেলা জামা য়াতের সেক্রটারী আ স ম সায়েম, নও গাঁ-৫ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী কাজী আতি কুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নও গাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বি, আরমান হোসেন, তান জিম বিন বারী, সাদ নান সাকিব, রাফি রেজোয়ান, মেহে দী হাসানসহ অন্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ওসমান হাদি বাংলাদেশের রাজ নীতির আকাশে একজন উজ্জ্বল নক্ষত্র। দেশীয় এবং আন্তর্জাতিক চক্র মিলে তাকে হত্যা করেছে। হাদি দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন।
দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় হাদির অনেক বড় প্রয়োজন ছিলো।হাদি ভাইকে আমরা কেউ দেখিনি কিন্তু তার বক্তব্য, তার দেশপ্রেম, তার যুক্তির কাছে সকল ফ্যা সিস্ট স্বৈরাচার এবং ভারতীয় আধিপত্যবাদ পরাজিত
হয়েছিল।
এটা বুঝতে পেরেই তারা হাদি ভাইকে হত্যার জন্য গুলি করেেেছ। কিন্তু তারা এক হাদিকে শহিদ করেছে এখন আ মাদের হৃদয়ে লক্ষ্য কোটি হাদি জেগে উঠেছে।
আমরা আজকে জানাজা থেকে শপথ নিচ্ছি আমরা সক লেই একেকটা হাদি হবো এবং বাংলাদেশকে আধিপত্য বাদ থেকে মুক্ত করে ছাড়বো।
আমরা ভারতের আধিপ ত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।
Bartabd24.com সব খবর সবার আগে