মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় উদ্বোধন করা হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ।
বুধবার সকালে জেলা প্রশাসন.ও নওগাঁ প্রাণিসম্পদ অধি দপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর.থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুন রায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা চত্বরে ফিতা কেটে ও ফেষ্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। উদ্বোধন শেষে উপজেলা অডিটোরি য়া মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্ম কর্তা (ভারপ্রাপ্ত)
ডা. গৌরাংগ কুমার তালুকদার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, সদর উপজেলা নি র্বাহী অফিসার ইবনুল আবেদীনসহ অন্যান্যরা।
প্রাণিসম্পদ সপ্তাহ মেলায় ৩৫টি স্টলে বিভিন্ন জাতের
গবাদি পশু, হাঁসমুরগী, ভেড়াছাগল এবং প্রণিজ খাদ্য ও ঔষধপত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতি নিধি,খামারি, উদ্যোক্তা, শিক্ষ করা উপস্থিত ছিলেন।
এদিকে নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন ধরনের পশু, পাখি, প্রযুক্তি ও পণ্য প্রদর্শনীর মাধ্যমে জাতীয় “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাই য়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও প্রাণিসম্পদ
প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর ) সকাল সাড়ে ১০টায়উপজেলা পরি ষদ মাঠে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপা তাল আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদকর্মকর্তা ডা: মো.আবু আনাছ এর সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্ম কর্তা ডা: মো. বেলাল হোসেনের সঞ্চারনায় প্রধান অতিথি হিসেবে উপ স্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার প্রাপ্ত) মো. নুরে আলম সিদ্দিক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মুনসুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়া জ্জেম হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা এস
এম নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমান্ডার আব্দুল মান্নান প্রামানিক,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো .পি এম কামরুজ্জামান,প্রশাসনিক কর্মকর্তা মো.মোয়া জ্জেম হোসেন, উপজেলার সফল উদ্দোক্তা মো.সলেমিন ও ডাঃ মির্জা মো.নাদিম হোসন প্রমূখ।
Bartabd24.com সব খবর সবার আগে