মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁর রানীনগর উপ জেলায় ধান ক্ষেত থেকে.অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকালে.উপজেলার হরিপুর গ্রামের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান.জানান, সকালে হরিপুর গ্রামের লোকজন আবাদপুকুর বাজারে যাওয়ার.সময় ধানের ক্ষেতে এক যুবকের মরদেহ দেখতে পায়।
পরে পুলিশ ঘটনাস্তলে.থেকে মরদেহ উদ্ধার করে ময় নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, মরদেহ উদ্ধারের সময় শরীরে কো ন.আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর.সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম প রিচয় শনাক্তে পুলিশ কাজ করছেবলে এই কর্মকর্তা জানান।
Bartabd24.com সব খবর সবার আগে