Breaking News

নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা, কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষ

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ উত্তর জনপদের জেলা নওগাঁ। এ জেলায় গত এক সপ্তাহ আগে সূর্যের আলো থাকায় তেমন শীত অনুভূত না হলেও গত দু’দিন থেকে উত্তরের হিমেল হাওয়ার সাথে সাথে আবারও বেড়েছে
শীতের তীব্রতা।

ফলে সকালে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঝিরঝির
কুয়াশায় রাস্তাঘাট ভিজে গেছে। দিনের বেশিরভাগ সময় কুয়াশার চাদরে ঢাকা থাকে আকাশ।

দিনভর কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁর জনজীবন।

রোববার (২১ ডিসেম্বর) বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যেবক্ষণ অফিসের তথ্যমতে আজ সকাল ৯টায় জেলা য় সর্বোনি¤œ তাপমাত্রা রেকোর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমার চেয়েও বেশি অসুবিধা হচ্ছে হিমশীতল বাতাসে। এর পাশাপাশি ঘন কুয়াশা থাকায় বাতাসে তা কাঁটার মতো বিঁধতে থাকে।

তীব্র ঠা-ার কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। ঘরে ঘরে লেপ-কাঁথা নামানো হয়েছে। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নি¤œআয়ের মানুষগু লোর।

শীতের তীব্রতা বেড়ে গেলেও এখনো সরকারিভাবে শীতা র্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের
তুলনায় অনেক কম। তীব্র শীতে নওগাঁ জেলার নদী কে ন্দ্রিক মানুষের দুর্ভোগ বেড়েছে বেশি।

সিএনজি চালক মাহাবুব ইসলাম বলেন, কয়েকদিন আ গে এতো বেশি শীত ছিল না। কয়েক দিন থেকেই ঠান্ডা অনেক বেশি। কুয়াশা বেশি না থাকলেও বাতাসের কারণে বেশি কষ্ট হচ্ছে।

সিএনজির হ্যান্ডেল ঠান্ডায় ধরে থাকা যায় না। ঠান্ডার মধ্যে লোকজনও বাইরে কম বের হচ্ছে যার জন্য ভাড়াও কম হচ্ছে।

এদিকে নওগাঁ সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রা ন্ত মানুষের চাপ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লি ষ্টরা। যাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …