সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মোঃ ইউনুস আলীর স্ত্রী ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো. জিল্লুর রহমানের মা ফজিলাতুন্নেছা (৭৫) বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৩ টার দিকে শহরের এসডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে তিনি দুই পুত্রও পাঁচ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রহী রেখে গেছেন।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা নামাজে জানাজা শেষে মরহুমার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমার জন্য সকলের কাজে দোয়া প্রার্থী।
মরহুমের আত্মার মাগফেরাতসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন Bartabd24.com এর সম্পাদক অধ্যাপক মোঃ ইয়াকুব আলী।
Bartabd24.com সব খবর সবার আগে