Breaking News

নাটোর-১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভেঙ্গে ও ছিঁড়ে ফেলার অভিযোগ 

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনে আমার বাং।লাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী এএসএম মো কাররেবুর রহমান নাসিমের বিলবোর্ড ভেঙ্গে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
নির্বাচনী এলাকার দয়রামপুর সহ বিভিন্ন জায়গায় প্রার্থীর বিলবোর্ড ভেঙে ফেলা ও ছিড়ে ফেলা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবি পার্টির ঈগল মার্কা প্রতীকের প্রচারণা চলছে নাটোর-১( লালপুর-বাগাতিপাড়া) আসনের ১৫ টি ইউনিয়ন ও ২ পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে। প্রতিদিন এএ সএম মোকাররেবুর রহমান নাসিমের ব্যাক্তিগত পরিচিতি ও দলীয় আদর্শ মানুষের কাছে তুলে ধরে কর্মীদের কাজে সাঁড়া ফেলতে শুরু করেছে ভোটাররা।
এবি পার্টির নেতা সুজন বলেন, আমাদের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যত দিন যাচ্ছে এই আসনে ঈগল প্রতী কের প্রচার প্রচারণা বৃদ্ধি পাচ্ছে।
এতে করে ঈর্ষান্বিত হয়ে বিলবোর্ড ভেঙ্গে ফেলা হচ্ছে, পোষ্টার ছিঁড়ে ফেলা হচ্ছে।
এবি পার্টির আরেক নেতা আলহাজ্ব হাসমত আলী বলেন, আমাদের জনপ্রিয়তায় ভয় পেয়ে একটি গোষ্ঠী এ নোংরা কাজ করছে ।
এ ব্যাপারে এএসএম মোকাররেবুর রহমান নাসিম বলেন, আমি মনে করি এহেন কাজ রাজনৈতিক এক্টিভিস্ট নয়,এটা ফ্যাসিবাদী কার্যক্রম। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

About admin

Check Also

পাইকগাছায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৬ মন্দির কমিটির প্রতিবাদ সভা

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধিঃ পাইকগাছার শিববাটী রাস মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত …