Breaking News

নাটোর -১ আসনে এবি পার্টির প্রার্থী নাসিমের নমিনেশন পত্র উত্তোলন 

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোর-১ ( লালপুর -বাগাতিপাড়া) আসনে এবি পার্টি মনোনীত এমপি পদপ্রার্থী এএসএম মোকাররেবুর রহমান নাসিম ঈগল প্রতীকের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জুলহাস হোসেন সৌরভ এর নিকট হতে নমিনেশন ফরম গ্রহন করেন।
এ সময় তার সাথে ছিলেন আলহাজ্ব আব্দুল আজিজ ,আলহাজ্ব হাসমত আলী, আব্দুল হামিদ রাজু, নিজাম উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, রুবেল আলী, সুমন আলী প্রমূখ।
নমিনেশন উত্তোলন শেষে নাসিম বলেন আগামী দিনের বাংলাদেশ এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার।
দুর্নীতিমুক্ত ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তিনি ঈগল প্রতিকে ভোট প্রার্থনা করেন। এছাড়া তিনি লালপুর বাগাতিপাড়া আসনকে নতুন আঙ্গিকে ডিজিটালাইজ করার উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।
এর ফলে দুর্নীতি মুক্ত ভাবে সরকারি সেবা সমূহ জনগ ণের দোরগোড়ায় পৌঁছে দেয়া সম্ভব হবে বলে জানান।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …