Related Articles
আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে “দক্ষতা নিয়ে যাব বিদে শ, রেমিট্যান্স পাঠিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় দিবসের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার রুজিনা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল-মামুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আশীষ কুমা র ঘোষ, প্রবাসী কল্যাণ ব্যাংক পত্নীতলা শাখার ব্যব স্থা পক আতিকুর রহমান শেখ, প্রাথমিক শিক্ষা অফিসার আঃ ওয়াহাব, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা সমবায় অফিসার শামসুল আলম।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কা রী আমিনুল হক, এনজিও ফোরাম পত্নীতলার সমন্বয়কা রী আসির উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদি কবৃন্দ, সূধীজন প্রমুখ। এসময় বক্তারা অভিবাসনের জন্য যারা দেশের বাইরে যাবেন তাদের বিএমআইটি কার্ড নিয়ে দক্ষতা অর্জন করে তারপর বিদেশ যাওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় প্রবাস জীবনে বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করেন প্রবাস ফেরত উপজেলার চক মহেশ গ্রামের আবুল কালাম আজাদ আতোয়ার।
তিনি দালালের খপ্পরে পড়ে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সে বিষয়টি তুলে ধরেন।
Bartabd24.com সব খবর সবার আগে