Breaking News

পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের আর্থিক সহায়তা প্রদান

আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্পের আওতাধীন মধই ল বাজারে অবস্থিত উক্ত প্রকল্পের অফিসে উপজেলার আকবরপুর, পত্নীতলা ও কৃষ্ণপুর ইউনিয়নের ১৪১ জন উপকারভোগীদের মাঝে আয়মূলক প্রদর্শনী প্লট স্থাপনের জন্য ৭ লক্ষ ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কারিতাস রাজ শাহী অঞ্চল এর কর্মসূচী কর্মকর্তা মু. একরামুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প হাসে নবেগপুর গ্রাম কমিটির সভাপতি গনেশ লাকড়া, উষ্টি গ্রাম্য মহিলা নেত্রী মাজেদা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম্য নেতৃবৃন্দ, সাংবাদিক ও কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ, সূধীজন প্রমূখ।
এসময় প্রান্তিক জনগণকে বিভিন্ন আয়মূলক কার্যক্রম যেমন- ৪৫ জনকে মাচায় ছাগল/ভেড়া পালন, ১৬ জনকে হাঁস-মরগী পালন, ৪ জনকে মাছ চাষ, ০৬ জনকে সমন্বিত সবজি চাষ, ২ জনকে ফলবাগান, ৪ জনকে গরুর ঘরের মেঝে ঢালুকরণ ও ৩ জনকে কেঁচো সার উৎপাদনে প্রদ র্শনী প্লটের জন্য মোট ৮০ জনকে  ৫ হাজার টাকা করে ৪ লক্ষ টাকা ও প্রান্তিক জনগণকে অ-কৃষি আয়মূলক কার্য ক্রমে যুক্ত করার জন্য ১৫ জনকে টেইলরিং, ৪ জনকে ক্ষুদ্র ব্যবসা ও ২ জনকে হস্তশিল্প কাজে মোট ২১ জনকে ৫ হাজার টাকা করে ১ লক্ষ ৫ হাজার টাকা আর্থিক সহায় তা প্রদান করা হয়েছে এবং ক্ষুদ্র কৃষকদের সারা বছর ব্যাপী উন্নত কৃষি কার্যক্রমে যুক্ত করার জন্য মোট ১০ জনকে উন্নত পদ্ধতিতে সবজি চাষ প্রদর্শনী প্লটের জন্য ৬ হাজার টাকা করে ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদা ন করা হয়েছে ।
এছাড়াও প্রকল্পের প্রতিবন্ধী সহযোগীদের আয়মূলক কার্যক্রমে যুক্ত করার জন্য ২৯ জনকে মাচায় ছাগল/ভেড়া পালন ও ০১ জনকে ক্ষুদ্র ব্যবসা কাজে মোট ৩০ জনকে ৭ হাজার টাকা করে ২ লক্ষ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …