Breaking News

পত্নীতলায় এ্যাডভোকেসি ও লিংকেজ সভা অনুষ্ঠিত

আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলার পাটিচরা ও ঘোষনগর ইউনিয়ন পরিষদে পৃথক পৃথক ভাবে এ্যাডভোকেসি ও লিংকেজ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭জানুয়ারী) পাটিচরা ইউনিয়ন পরিষদে বেসর কারি স্বেচ্ছাসেবী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ টেকসই পুষ্টির লক্ষ্যে বৈশ্বিক জোট কর্মসূচি এ সভা আয়োজন করে।
উক্ত এ্যাডভোকেসি ও লিংকেজ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবেদুল ইসলাম রনি। পাটিচরা উনিয়নের ১০টি গ্রাম উন্নয়ন দল তাদের বিগত দিনের কার্যক্রমের প্রতিবেদন, অগ্রাধিকার এবং সমস্যাগুলো নিয়ে ইউনিয়ন পরিষদের সাথে আলোচনা করেন।
ইউনিয়ন পরিষদ এবং সদস্যগণ গ্রামগুলোর বিদ্যমান সমস্যার কথা শোনেন এবং সেগুলো গ্রহণ করে পর্যায় ক্রমে সমাধান করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অপর দিকে একই দিন ঘোষনগর ইউনিয়ন পরিষদে পৃথক ভাবে এ্যাডভোকেসি ও লিংকেজ সভা  অনুষ্ঠিত হয়।
এডভোকেসি ও লিংকেজ সভার মধ্যদিয়ে বেসরকারি প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ এবং সরকারি অধিদপ্তরের মেলবন্ধন সৃষ্টির উদ্যোগ নেওয়ায় অংশগ্রহণকারিগন দি হাঙ্গাট প্রজেক্ট বাংলাদেশকে ধন্যবাদ জানান।
########

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …