Related Articles
আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নের দাবীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণা লয়ের নিয়ন্ত্রণাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মাঠ পর্যায়ের কর্মরত পরিবার কল্যাণ সহকারী (FWA), পরি বার পরিকল্পনা পরিদর্শক (FPI) এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) তিন পদমর্যাদার কর্মচারীদের দেশ ব্যাপী আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে নওগাঁর পত্নীতলায় কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচী উপ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পালিত হয়।
কর্মসূচীতে নেতৃত্ব দেন ৩ পদমর্যাদার কর্মচারী সমন্বয় কমিটির সভাপতি এনামুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য (প্রতিনিধি) খন্দকার আব্দুর রাজ্জাক, পত্নীতলা উপজেলার সাধারন সম্পাদক আলী মুরতুজা, জেলা প্রতিনিধি মাসুদ মাজ হার, এফডবব্লিউভি মুক্তা পারভীন, পরিবার কল্যান সহ কারী শহিদা খাতুন, পরিবার কল্যান সহকারী রফিকা আকতার, FWV, FWA এবং FPI গণের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।
এ সময় তাঁরা বলেন অবিলম্বে পরিবার পরিকল্পনা অধিদ প্তরের নিয়োগবিধি কার্যকর করার দাবীতে গত ২১ নভে ম্বর ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে কর্মসূচী পালন করে এবং ৩০ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম প্রদান করে।
কিন্তু কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় পুনরায় সারা দেশে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
তারা বলেছেন চা কুরী নিয়োগ বিধি না থাকায় এ বিভাগে একজন কর্মচা রী একটি পদে যোগদান করে ২৫/৩০ বছর একই পদে চাকুরী করে অবসরে যেতে হয়।
কাজেই চাকুরী নিয়োগ বিধি কর্মকর্তা-কর্মচারীদের অধি কার। অবিলম্বে চাকুরী নিয়োগবিধি রুপরেখা বাস্তবায়ন করত তাদের কাজে ফেরার পথ সুগম করার জন্য সর কারের প্রতি আহ্বান জানান।
Bartabd24.com সব খবর সবার আগে