Breaking News

পত্নীতলায় বর্ণিল সাজে নবান্ন উৎসব পালিত

আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – নওগাঁর পত্নী তলায় বর্ণিল সাজে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নবান্ন উৎ সব ১৪৩২ আয়োজন করা হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসন, নজিপুর ইউনিয়ন পরিষদ এবং এনজিও ফোরাম পত্নীতলার যৌথ আয়োজনে উপজেলার ব্যাংডম গ্রামের পূর্ব মাঠে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়েছে।
উক্ত নবান্ন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে ন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিস ম্পদ কর্মকর্তা ডাঃ আশিষ কুমার দেবনাথ, উপজেলা সমা জসেবা কর্মকর্তা ফিরোজ আল-মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম, উপ জেলা আনসার ও ভিডিবি কর্মকর্তা বুলবুলি খাতুন, উপ জেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডু প্রমূখ।
এসময় ধান কাটা প্রতিযোগীতয় ৮১ জন কৃষক মাঠে ধান কাটে। ৮১ জন কৃষকের মধ্য হতে পরিচ্ছন্ন ভাবে দ্রুত ধান কাটার জন্য ৯ জন কৃষাণ-কৃষাণীকে পুরস্কৃত করা হয়।
এরপর মাঠে বসেই কৃষাণ-কৃষাণী এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ নবান্নের খাবার গ্রহণ করেন।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …