শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনা (১০ ডিসেম্বর) সবুজ পৃথিবীর জন্য র্নাসারী এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাক এন্টারপ্রাইজের উদ্যেগে ১৯ তম র্নাসারীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে নগরীর মোস্তর মোড়ে র্নাসারীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনের সময় র্নাসারীর মধ্যে সাড়ে ৩০০ অধিক বিভিন্ন ফলজ ও বনজ গাছ রাখা হয়।
বিজয়ের এই মাসে উদ্বোধন উপলক্ষে র্নাসারীর প্রতিটি চারার ওপর ১০ শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে। অনুষ্ঠানে ব্রাক র্কমর্কতা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপ স্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাক র্নাসারীর এজিএম এফএম শাহনেওয়াজ মমতাজ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, ব্রাক খুলনা জেলা সমন্বয়ক মোহা ম্মাদ শফিকুল ইসলাম এবং জোনাল ম্যানেজার মো. জাহিদ ইব্রাহিম।
উদ্বোধন অনুষ্ঠানে ব্রাক র্নাসারীর এজিএম এফএম শাহ নেওয়াজ মমতাজ চৌধুরী বলেন, গাছের কোন বিকল্প নেই।
ক্লাইমেট চেঞ্জ ঠিক রাখতে হলে গাছ মুল। দেশের মানুষ ভাল ফল জাতের গাছ পায় সেটার জন্য্য আমরা মিলে মিশে কাজ কাজ করছি।
আমরা মাতৃ গাছের চারা করে সারা বাংলাদেশে বিক্রি করি। বাংলাদেশের জনসংখ্যা বেশি বন, গাছপালা কাটছে এবং বিল্ডিং হচ্ছে। ছাদ বাগানের জন্য আমরা ফলনের গাছ নিয়ে এসেছি।
এর কারণে মানুষ যেন সবুজের ছোয়া এবং অক্সিজেন পায়। পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদেরে মুল
উদ্দেশ্যে। তিনি বলেন, সারা বাংলাদেশে আমাদের ১৯ টি র্নাসারীর উদ্বোধন করা হয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে