Breaking News

পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় জাতীয় অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

এ।উপলক্ষে সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। ১৮ ডিসে।

ম্বর বৃহস্পতিবার সকালে কারিগরি।প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ।আব্দুল অহিদ মোড়লের সভাপতিত্বে “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে।গড়বো দেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথিছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শক প্রবীর কুমার মন্ড লের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিগরি প্রশি ক্ষণ কেন্দ্রের পরিদর্শক অনির্বাণ জ্যোতি সরকার, সোহাগ সরকার, আমিনুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, প্রবাসীর ভাই মোশাররফ হোসেন, মুক্তি সরদার, প্রবীর ও ইয়াসিন সরদার। অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কুয়েত প্রবাসী উপজেলার সোলাদানা ইউ নিয়নের বেত বুনিয়া গ্রামের সোহেল রানা সোহাগ কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

 

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …