Breaking News
Oplus_0

পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছার কপোতাক্ষ নদ থেকে দীনেশ কুমারদাশ(২২) নামে এক যুবকের।মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

৩০ নভেম্বর রোববার সকালে উপজেলার রাড়ুলী
ইউনিয়নের তালা উপজেলার সীমান্তের কাটিপাড়া ও খেশরা (শাহাজাদপুর) সংযোগ সেতু সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে স্থানীয় নৌ পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার
করে। সে উপজেলার পুরাইকাটি গ্রামের গৌরপদ দাশের ছেলে। এ ঘটনায় থানায়।অপমৃত্যু মামলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক রবি উল ইসলাম জানান,গত ২৬।নভেম্বর বোয়ালিয়া ব্রিজ এলাকা থেকে দীনেশ দাশ নিখোঁজ হয়। এ ঘটনায় তার
পিতা গৌরপদ দাশ বাদী হয়ে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করে।

রোববার সকালে স্থানীয় এলাকাবাসী কপোতাক্ষ নদের খেরশা সেতুর নিকটবর্তী।কপোতাক্ষ নদে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে
ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরত হাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য।খুলনা মেডিকেল কলেজ হাসন পাতালে পাঠানো হয় বলে নৌ পুলিশের এ কর্মকর্তা
জানান।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …