পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় লতার ধলায় ফুটবল একাদশ জয়লাভ করেছে।
মঙ্গল বিকেলে উপ জেলার বিজিপি শামুকপোতা মাধ্য মিক বিদ্যালয় মাঠে লতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার আয়োজন করে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামে ন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বা য়ক ও কপিলমুনি প্রেসক্লাবের সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু । বিজিপি শামুকপোতা মাধ্যমিক বিদ্যা লয়ের সভাপতি বিএনপি নেতা মোঃ ইব্রাহিম গাজী, লতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শেখ আল মঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও এসএম ওমর ফারুক মিঠু এবং জিয়াউল সরদারের সঞ্চালনায় অনু ষ্ঠানে অতি থি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অরিন্দম মন্ড ল, নাদিরা আক্তার, মনিরুল বিশ্বাস, তুহিন হাওলাদার, রুবেল মীর, মোবারক বিশ্বাস, আক্তার সর দার, ফয়সাল সরদার, শাহিন সানা, সৌরভ তালুকদার, মাজহারুল ইস লাম, জুয়েল মোল্লা, রায়হান মোল্লা ও রাব্বি হাসান।
টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় ডুমুরিয়া ফুটবল একা দশকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে খেলায় লতা র ধলায় ফুটবল একাদশ জয়লাভ করে।
Bartabd24.com সব খবর সবার আগে