পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় জলবায়ু পরিবর্তন ও জেন্ডার ন্যায্যতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা পরিত্রাণ মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে ।
সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
সেমিনারে দলিত নারী, কিশোরী ও প্রান্তিক জনগোষ্ঠিদের জীবনমান উন্নয়ন ও করনীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা
রেশমা আক্তার, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, লস্কর, সোলাদানা, চাঁদখালী ও রাড়–লী
ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগন।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিত্রাণের প্রকল্প সমন্বয়কারী মৃনাল কুমার সরকার, প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন সরদার, হিসাব রক্ষক নন্দিতা, ফিল্ড ভলেন্টিয়ার কাজল রেখা ও শিউলি ইয়াসমিনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ।
দুই বছরের এ প্রকল্প জলবায়ূ পরিবর্তন জনিত ক্ষতিগ্রস্থ ও প্রান্তিক নারীদের মাঝে সামাজিক সংহতি বৃদ্ধিতে কাজ করবে।
Bartabd24.com সব খবর সবার আগে