Breaking News
Oplus_0

পাইকগাছায় জলবায়ু পরিবর্তন ও জেন্ডার ন্যায্যতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় জলবায়ু পরিবর্তন ও জেন্ডার ন্যায্যতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা পরিত্রাণ মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে ।

সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

সেমিনারে দলিত নারী, কিশোরী ও প্রান্তিক জনগোষ্ঠিদের জীবনমান উন্নয়ন ও করনীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা
রেশমা আক্তার, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, লস্কর, সোলাদানা, চাঁদখালী ও রাড়–লী
ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগন।

এছাড়াও উপস্থিত ছিলেন পরিত্রাণের প্রকল্প সমন্বয়কারী মৃনাল কুমার সরকার, প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন সরদার, হিসাব রক্ষক নন্দিতা, ফিল্ড ভলেন্টিয়ার কাজল রেখা ও শিউলি ইয়াসমিনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ।

দুই বছরের এ প্রকল্প জলবায়ূ পরিবর্তন জনিত ক্ষতিগ্রস্থ ও প্রান্তিক নারীদের মাঝে সামাজিক সংহতি বৃদ্ধিতে কাজ করবে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …