Breaking News
Oplus_0

পাইকগাছায় জলবায়ু বাস্তুচ্যুতির স্থানীয় ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় জলবায়ু বাস্তুচ্যুতির স্থানীয় ব্যবস্থাপনা বিষ য়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর বুধবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে বেস রকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এ সেমিনারের আয়োজন করে।

উপজেলা ক্লাইমেটৃজাস্টিস ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যাপক রমেন্দ্র নাথ সরকারের সভাপ তিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসা র কৃষিবিদএকরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার, অ্যাওসেড এর হেড অফ প্রোগ্রাম শঙ্কর রঞ্জন সরকার, উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরা মের সাধারণ সম্পাদকসাংবাদিক মোঃ আব্দুল আজিজ, শেখ সাদেকুজ্জামান, উপজেলা সমবায় দপ্তরেরদীপায়ন জোয়ার্দার, সমাজসেবা দপ্তরের সবুজ আহমেদ, অধ্যক্ষ রাজিব বাছাড়।

সেমিনারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জন পদের পরিবেশ, জীববৈচিত্র্য,ৃজীবন-জীবিকা ও বাস্ত চ্যুতির বিভিন্ন দিক তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন
অ্যাওসেড এর মনিটরিং কর্মকর্তা মোঃসালাউদ্দিন।

সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের অখিল কুমার মন্ডল, সাংবাদিক এন ইসলাম
সাগর, এসএম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, আব্দুল্লাহ আল মামুন, মানিক ভদ্র, বিশ্বনাথ ভট্টাচার্য, রাজীব গাংগু লি, স্মিতা মন্ডল, সুভাষ চন্দ্র মন্ডল, সাবিনা ইয়াসমিন মিলি, লিয়াকত আলী জমাদ্দার, নুরুন নাহার বেগম ও শাহিদা আক্তার, অ্যাওসেডের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু, ফিল্ড অফিসারৃজীবিতেশ মন্ডল, কমিউনিটি মোবিলাইজার চিত্ত রঞ্জন মন্ডল, নাস রীন নাহার,ৃসুপ্রিয়া মন্ডল ও শুভংকর বিশ্বাস।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …