Breaking News

পাইকগাছায় দম্পতিকে অচেতন করে বসতবাড়ি থেকে স্বর্ণালংকার লুট

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধিঃ
পাইকগাছায় খাবারে চেতনানাশক মিশিয়ে দম্পতিকে অচেতন করে বসতবাড়ি থেকে স্বর্নলংকার লুট করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাতে উপজেলার কপিলমুনির শ্যামনগরে মাও লানা আবু ইউসুফ (৬০) এর বাড়িতে এ ঘটনা ঘটে।
অসুস্থ দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মাওলানা আবু ইউসুফ এর ছোট ভাই মফিজুল ইসলাম (৩৮) জানান, ভাইয়ের দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকে। বাড়িতে শুধু বয়স্ক ভাই আর ভাবি থাকেন।
আমাদের ধারণা দুর্বৃত্তরা খাবারে চেতনা নাশক দ্রব্য মিশি য়ে দেয় পরে ওই খাবার খাওয়ার পর ভাই ভাবি অচেতন হলে তারা বসতবাড়ি থেকে দুই ভরি স্বর্নলংকার নিয়ে পা লিয়ে যায়। সোমবার সকালে জ্ঞান ফিরলে দেখা যায়, ঘ রের দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র ছাড়ানো ছিটা নো ও গহনা গুলো নাই। পরে তাদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নি রাপদ মন্ডল জানান, অজানা বিষক্রিয়ায় আক্রান্ত দুইজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ বিষয় টি খতিয়ে দেখবে বলে তিনি জানান।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …