পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় সামাজিক সম্প্রীতি,শান্তি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করার লক্ষ্যে “সুধী সম্প্রীতি সমা বেশ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার সকালে পাইকগাছা থানার আয়োজনে থানা চত্ব রে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন থানার অফি সার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
অতিরিক্ত পুলিশ সুপার (খুলনা) এস. এম. আল বিরু নী,সহকারী পুলিশ সুপার ডি- সার্কেল আমির হামজা।
থানার তদন্ত ওসি ইদ্রিসুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমি টির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ,সদস্য সচীব ও সাবেক প্যানেল মেয়র এসএম এমদাদুল হক,পৌর বিএনপির
সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সা বেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, সাবেক পৌর কাউন্সিলর পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ,উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের আহ্বায়ক গাজী রুহুল আমিন, জেলা জামা য়াতের কর্মপরিষদের সদস্য মাওঃ এস এম আমিনুল ইসলাম, সাংবাদিক জিএম মিজানুর রহমান, মোসলেম উদ্দীন, আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, এইচ এম শফিউল হাজরা,জিয়াউদ্দিন নায়েব, এ্যাড এসকেন্দার,
শিক্ষক প্রতিনিধি ও সুপার বাহারুল ইসলাম,আনিছুর রহমান, এ্যাড সাইফুদ্দিন সুমনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন,“সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা,সন্ত্রাস ও মাদক নির্মূল দেশের শান্তি ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমা জে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, পুলিশ সবসময় জনগণের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি গুজব, উসকানি ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো সমস্যা হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত পুলিশ ও প্রশাসনকে অবহিত করতে হবে।
সভায় বিভিন্ন ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সুধীজন, শিক্ষ ক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে যেকোনো সংকট মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা সামাজিক সম্প্রীতি রক্ষা, শান্তি বজায় রাখা এবং পাইকগাছায় সার্বিক আইনশৃ ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Bartabd24.com সব খবর সবার আগে