Breaking News
Oplus_0

পাইকগাছার আমুরকাটা দিঘা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছার সোলাদানার আমুরকাটা দিঘা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

৮ ডিসেম্বর সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক।

উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা দিঘা সড়ক উন্নয়নে ২০২৫-২০২

অর্থ বছরে দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউ এফ পি) এর অর্থায়নে, উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে “দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি সম্পদ তৈরি” শীর্ষক প্রকল্পের আওতায় ১ কোটি ৪ লাখ টাকা
বরাদ্দ হয়। এ বরাদ্দের আওতায় মাটি দ্বারা উন্নয়ন পূর্বক আমুরকাটা বাজার হতে দিঘা অনুপ মন্ডলের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হবে।

উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সাগর এন্টারপ্রাইজ। সোমবার থেকে উন্নয়ন কাজ শুরু করছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে উপ স্থিত থেকে সড়ক উন্নয়ন কা জের শুভ উদ্বোধন করেন পাইকগাছা বিএনপির সাবে ক সাধারণ সম্পাদক ও সাবে ক ইউপি চেয়ারম্যান এসএ ম এনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পী যুষ কান্তি মন্ডল, ইউপি সদস্য শেখর চন্দ্র ঢালী, ঠাকুর দাশ সরকার ও ঠিকাদার যুবনেতা ফয়সাল রাশেদ সনি সহ বাস্তবায়নকারী সংস্থা সুশীলনের মাঠ পর্যায়ের
কর্ম কর্তারা।

উন্নয়ন কাজ শেষ হলে সোলাদানা ইউনিয়নের আমুর কাটা দিঘা সহ বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত সহজ হবে বলে জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …