Breaking News
Oplus_0

পাইকগাছার নবাগত সিভিল জজকে সংবর্ধনা প্রদান

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধিঃ
পাইকগাছার নবাগত সিভিল জজ হযরত আলীকে সংব র্ধনা প্রদান করা হয়েছে।

স্থানীয় আইনজীবীদের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এ উপলক্ষে ৫ জানুয়ারি সোমবার সকালে আইনজীবী সমিতি মিলনায়তনে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়ো জন করে আইনজীবী সমিতি।

আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দু স সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম আককাছ আলি র সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন নবাগত সিভিল জজ হযরত আলী।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ। বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব জিএ সবুর, পঙ্কজ কুমার ধর, অজিত কুমার মন্ডল, সিনিয়র আইনজীবী সমীর কুমার বিশ্বাস, পীযুষ কান্তি সরকার, শফিকুল ইসলাম কচি, প্রশান্ত ঘোষ,
এফএম এ রাজ্জাক, কামরুল ইসলাম, আব্দুল মজিদ, বিল-াল হোসেন, আব্দুল মালেক, আমজাদ হোসেন, দীপ ঙ্কর কুমার সাহা, অনাদি কৃষ্ণ মন্ডল, প্রশান্ত কুমার মন্ডল,
সাঈদুর রহমান মিঠু, ইব্রাহিম হোসেন, বারিকুল ইসলাম, নাদিরুজ্জামান সহ আইনজীবী সমিতির সকল সদস্য বৃন্দ।

এলাকার মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত সিভিল জজ হযরত আলী।
বার্তা প্রেরক,

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …